চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

ভাতার টাকায় গরিবদের ইফতার সামগ্রী দিলেন এক মুক্তিযোদ্ধা

প্রকাশ: ২০২০-০৪-২৬ ২০:৩১:৫৩ || আপডেট: ২০২০-০৪-২৬ ২১:০৫:০৩

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল আলম দীর্ঘ ছয় মাসের মুক্তিযুদ্ধের ভাতা ৭২ হাজার টাকা দিয়ে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

বর্তমানে তিনি একজন ওপেন হার্ট সার্জারির রোগী। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ওপেন হার্ট সার্জারি অপারেশন করান। এরকম অন্তিম মুহূর্তেও তিনি তার নিজের কথা অর্থাৎ চিকিৎসার কথা না ভেবে দেশের এই করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নে গরীব, অসহায় ও দরিদ্র মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) তিনি নিজের এলাকার ১১০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন।

মুক্তিযোদ্ধা নুরুল আলম বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্যে আর আমার মুক্তিযুদ্ধের জমানো ভাতা আমার দেশের অসহায় ও দরিদ্র মানুষের জন্যে। এই দুর্যোগ মুহূর্তে অসহায় ও দরিদ্র মানুষের জন্যে এটা আমার সামান্য সহযোগিতা। আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি আরও করতে পারতাম। সহযোগিতা সামান্য হলেও আমার কাছে আনন্দটা অনেক। এই রমজান মাসে সবাই ভালো থাকুক আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *