চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে গুলি করে হত্যার ঘটনায় মামলা

প্রকাশ: ২০২০-০৪-২৭ ২১:১৪:৫০ || আপডেট: ২০২০-০৪-২৭ ২১:১৪:৫৩

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হালদার ডিম সংগ্রহকারী বিতান বড়ুয়া (৩৮)কে গুলি করে হত্যার ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে। ২৭ এপ্রিল সোমবার নিহত বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় রাহুল বড়ুয়া ও তুফান বড়ুয়ার নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২জনকে আসামী করা হয়। নিহত বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানান, স্থানীয় সন্ত্রাসী তুফান বড়ুয়া আমার স্বামীকে ঝাঁপটিয়ে ধরে রাখে, তারপর রাহুল বড়ুয়া অস্ত্র টেকিয়ে কাছ থেকে গুলি করে হত্যা করে। স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলী জানান, বিতান খুব ভাল ছেলে ছিল। সে দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের গ্রেফতার করার আহবান জানান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে। খুনিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অংশ নেয়া কোন সন্ত্রাসী পার পাবেনা। অপরদিকে বিকাল ৩টার ময়না তদন্ত শেষে নিহত বিতান বড়ুয়ার লাশ নিজ বাড়ী রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরিঘোনা আনা হলে এলাকার শোকের ছায়া নেমে আসে। শোকে মুহ্যমান বিতানের পরিবার জানান, খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি দিতে হবে। বিতান বড়ুয়া হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম। এসময় পুলিশ সুপার পরিবার ও এলাকার লোকজনের সাথে কথা বলেন।
উল্লখ্য যে, ২৬ এপ্রিল বিকাল ৪টার দিকে অংকুরিঘোনার বৃদ্ধা আশ্রম সংলগ্ন এলাকায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। বিতান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করতো। প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে হালদায় মা মাছ ডিম ছাড়ে। এবছর বজ্রসহ কাল বৈশাখী না হওয়ায় এখনো হালদায় মা মাছ ডিম ছাড়েনি। ডিম ছাড়ার মৌসুমে কয়েক’শ ডিম সংগ্রহকারীর মধ্যে বিতান বড়ুয়া ছিল অন্যতম সংগ্রকারী। স্থানীয়দের ধারণা নদীতে ডিম সংগ্রহকে কেন্দ্র করে তাকে হত্যা করতে পারে। আবার অনেকের ধারণা এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে খুন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *