চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ভ্রাম্যমান আদালতের পিয়াজ ও আদার বাজার মনিটরিং, জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-২৮ ২০:০৭:২৪ || আপডেট: ২০২০-০৪-২৮ ২০:০৭:২৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে ভ্রাম্যমান আদালত অভিযান চলিয়ে ২টি দোকান ও ১জন অটোরিকশা চালক থেকে জরিমানা আদায় করা হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় সদর ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকায়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। একই সাথে নির্বাহী কর্মকর্তা পিয়াজ ও আদার বাজার মনিটরিং করেন। জানা যায়, মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে একটি হোমিও প্যাথিক ডাক্তারকে ৩ হাজার টাকা, করোনাভাইরাস মোকাবেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় একটি দোকানকে ৩ হাজার টাকা ও শারীরিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে যাত্রী পরিবহনের অপরাধে একজন অটোরিকশা চালককে ৫শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *