চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশ: ২০২০-০৪-২৮ ২১:২৯:১৩ || আপডেট: ২০২০-০৪-২৮ ২১:২৯:১৮

মো. নুরুল আলম, চন্দনাইশ ::

চট্টগ্রামের গৌরব,সুফিবাদে শান্তির পক্ষে হাজার হাজার মানুষকে পৃথিবী ও আখেরাতের আলোর পথের সন্ধানদাতা হযরত শাহছুফি সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আমজাদ আলী জাহাঁগিরী ( কঃ) এর ৮৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গতকাল ( ২২ এপ্রিল ২০২০) আঞ্জুমান এ জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া ট্রাষ্টের ব্যবস্থাপনায় জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের ভক্ত, মুরিদান ও আশেকানদের বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারনে মহামরীতে লকডাউন গৃহ বন্দী অসহায় মানুষের মাঝে দূর্দিনে শুকনো খাদ্য সহায়তা ও পবিত্র মাহে রমজানুল মোবারেকের ইফতারী সামগ্রী এবং ওরশের তাবারুক বিতরণ করা হয়। চন্দনাইশ পটিয়া উপজেলার বিভিন্ন গ্রাম দরবার শরীফের পশ্চিম পাড়া,দক্ষিণ পাড়া,পূর্ব পাড়া,শাহছুফি বাড়ি, আব্বাস পাড়া, মাঝেরপাড়া,দিঘির পাড়া,মোস্তান আলী শাহ পাড়া,শাইড়া পাড়া,আজম বাড়ী পাড়া,মাইজপাড়া,
দরপ বাড়ি, কেন্দুয়া পাড়া,বাতুয়া পাড়া,রেল ষ্টেশন, হাশিমপুর, হারলা, বরমা, বরকল, মৌলভী বাজার,পটিয়া হাইদগাঁও, মোল্লাপাড়া,বাহুলী, কচুয়াই,খরনা, শোভনদণ্ডী ইউনিয়নের
সহ আরো কয়েকটি এলাকার একহাজার পাঁচশত পরিবারকে দরবারের ট্টাষ্টের পক্ষথেকে উপহার প্রদান করা হয়।

করোনার কারনে সরকারী আইন মেনে এবার মহাসমারোহে ওরশ শরীফের কোন কর্মসুচী পালিত হয়নি। সংক্ষিপ্ত কর্মসুচীর মধ্য ওরশ শরীফে ফাতেহা ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফে সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা শাহছুফি সৈয়দ মোহাম্মদ আলী ( মঃজিঃআঃ)। উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী,পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনছুর
চন্দনাইশ উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলহাজ আবদুর রহিম বাদশা, আলহাজ নুরুল আবছার চেয়ারম্যান, মজিবুর রহমান চেয়ারম্যান প্রমুখ।

বিষয়টি নিয়ে ট্রাস্টের সেক্রেটারি মাওলানা মতি মিয়া মনছুর বলেছেন, চন্দনাইশ – পটিয়ার ১৫০০ পরিবার কে তাদের ঘরে ঘরে গিয়ে আমাদের প্রতিনিধিগন গাড়ীযোগে সমাজিক দুরত্ব বজায় রেখে এই সবখাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। বিতরন কালে কোন রকম জমায়েত হয়নি। ওরশ শরীফ উপলক্ষে দরবার শরীফ সহ এলাকার ভক্তবৃন্দ যার যার ঘরে ঘরে কয়েক শতাধিক পবিত্র খতমে কোরান শরীফ আদায় করেছেন। মুনাজাতে পীর সাহেব কেবলা করোনার কারনে বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *