চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘরবন্দী অসহায়দের মাঝে ১১ বিজিবির খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশ: ২০২০-০৪-২৯ ২০:২২:৫৫ || আপডেট: ২০২০-০৪-২৯ ২০:২২:৫৯

মোঃ জয়নালআবেদীন টুক্কুঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া অসহায় কর্মহীন ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার সময় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিয়া পাড়া, ৯ নং ওয়ার্ড যৌথ খামার পাড়া এবং রাজঘাট এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবির সুবেদার ওয়াহিদুল ইসলাম সহ বিজিবি সদস্যরা।
সুবেদার ওয়াহিদুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল আসাদুজ্জামান স্যারের নির্দেশনা অনুযায়ী অসহায়দের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাউল, তৈল, লবন, পিয়াজ, আলু, শাবান।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান এবিষয়ে সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। যেমন অসহায়দের ত্রান সামগ্রী , চিকিৎসা সেবা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, রাস্তাঘাট মেরামত, সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আগামীতে ও এধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *