চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

গর্জনিয়ায় পুলিশের মানবিকতা!

প্রকাশ: ২০২০-০৫-০৩ ২৩:৩২:০৪ || আপডেট: ২০২০-০৫-০৩ ২৩:৩৩:২১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু::

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ব্যক্তিগত উদ্যোগে রবিবার (৩ মে) দুপুরে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র অসহায় দুস্থদের মাঝে ডাল, আলু, তৈল, লবন,মুড়ি,চিনি, পেঁয়াজ,চোলা,খেজুর,বিতরণ করেন গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ আনিছুর রহমান। সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৪ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন ভয়াবহ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষায় নিজে ও পরিবারকে সুস্থ্য রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে। তিনি সকল পেশাজীবি মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। কিন্তু তার নির্দেশনায় চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া গ্রামের নিম্ন শ্রেনীর পরিবারগুলো। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এসব পরিবারগুলোর পাশে এগিয়ে আসলেন রামু থানা অন্তর্গত গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা। অসহায়দের মানুষদের ইফতার সামগ্রী বিতরণ শেষে পুলিশ পরির্দশক আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, গর্জনিয়া-কচ্ছপিয়ায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি
পবিত্র মাহে রামজান ও দেশে করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে গ্রামের হতদরিদ্র মানুষের হাতে কোন কাজ না থাকায় গর্জনিয়া পুলিশ মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন খেটে-খাওয়া মানুষের প্রতি। যত দিন করোনা ভাইরাসের নির্দেশনা মেনে চলতে হবে এসব মানুষ ঘর থেকে বের হতে পারবে না তত দিন পুলিশ তাদের সেবায় নিয়োজিত থাকবে । এ
ইফতার সমগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এস আই মোঃ হুমায়ুন কবির,এস আই মাহবুবুল আলম,এ এস আই মনজুর এলাহী,এ এস আই মুরাদ সিকদার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক,সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু,সাংবাদিক হাফিজুল ইসলাম,বেলাল সিকদার,ব্যবসায়ী সরওয়ার,আনসার ভিডিপির দল নেতা নুরুল হাকিম, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *