চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান থানায় জীবাণু নাশক চেম্বার উদ্বোধন করলেন ওসি কেফায়েত উল্লাহ পিপিএম

প্রকাশ: ২০২০-০৫-০৭ ২১:৫৮:৩৪ || আপডেট: ২০২০-০৫-০৭ ২১:৫৮:৩৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান থানায় করোনাভাইরাস সংক্রামন ঠেকাতে জীবাণু নাশক স্প্রে চেম্বার উদ্বোধন করা হয়েছে। ৭ই মে বৃহস্পতিবার বিকালে উন্নত প্রযুক্তিতে তৈরী এই জীবাণু নাশক চেম্বার উদ্বোধন করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ পিপিএম। এসময় থানার উর্ধতন অফিসারগন উপস্থিত ছিলেন।

জানা যায়, থানায় আগত সেবাপ্রার্থী প্রবেশ করলেই মেশিনটি ছিটিয়ে দেবে জীবাণু নাশক ঔষধ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান, সারা দেশে প্রায় এক হাজার পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে পাঁচজন পুলিশের মৃত্যু হয়েছে।রাউজান থানাকে সুরক্ষিত রাখতে জেলা পুলিশ সুপার মহোদয়ের বিশেষ বরাদ্দকৃত অর্থ দিয়ে জীবাণু নাশক চেম্বার স্থাপন করা হয়েছে। এখন থেকে ভাইরাস মুক্ত হয়ে সাধারণ মানুষ ও বাহিরে ডিউটি করা পুলিশ সদস্যরা এই সেবাটি পাবেন। ব্যতিক্রমী এই জীবাণু নাশক স্প্রে মেশিন বসানোর ফলে করোনাভাইরাস বিস্তার থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করছেন পুলিশের অন্যান্য সদস্যরা। উল্লেখ, এর আগে করোনাভাইরাস মোকাবেলায় থানায় প্রবেশ করলে হাত ধোয়া বাধ্যতা মূলক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *