চট্টগ্রাম, , বুধবার, ২৯ মে ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে ৩০ হাজার পরিবারের মাঝে ইফতারি বিতরণ শুরু

প্রকাশ: ২০২০-০৫-০৮ ২২:৪১:৫৫ || আপডেট: ২০২০-০৫-০৮ ২২:৪১:৫৯

মো. নুরুল আলম, চন্দনাইশ ::


চট্টগ্রামের চন্দনাইশে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে হাজী আসহাব মিয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩০ হাজার অসহায়, হতদরিদ্র, মুক্তিযোদ্ধা, কর্মরত পুলিশ সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ভাসমান জনগোষ্টি, প্রশাসনের সকল¯’রের কর্মচারী-কর্মকর্তাসহ বিভিন্ন পেশার, শ্রেণীর মানুষের মাঝে ইফতারি বিতরণ শুরু করেছেন।

গতকাল ৮ মে দুপুরে দোহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়ি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি, নগর মেট্রো-পলিটন হাসপাতালের পরিচালক, টোটাল গ্রুপের পরিচালক এবং তরুন উদ্যোক্তা আফনান ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, আ.লীগ নেতা যথাক্রমে, বাবর আলী ইনু, নবাব আলী, যুবলীগ নেতা লোকমান হাকিম, মেহেদী হাসান, দেলোয়ার হোসেন, মো.এনাম, ছাত্রলীগ নেতা ইফতেখারুল হক চৌধুরী মাহিন, নাঈম উদ্দিন, আরিফুল ইসলাম, মো.জাবেদ, মো.আরফাদ, মো.আসাদ, মো.সায়েম চৌধুরী, আলী আকবর, মো.বেবাল প্রমুখ।

তিনি ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক সংগঠনের নেতা কর্মীদের মধ্যদিয়ে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টান শুরু করেন। যা আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *