চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর চেচুরিয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত

প্রকাশ: ২০২০-০৫-১১ ১৬:০৭:২৪ || আপডেট: ২০২০-০৫-১১ ১৬:০৭:২৮

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার চেচুরিয়া ঘোনাপাড়ায় প্রতিপক্ষের মাওলানা মুনিরুল ইসলাম (৩৯) নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছে। সে ঘোনাপাড়া এলাকার মহরম আলীর ছেলে। তাকে প্রথম বাঁশখালী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়েছে। গত ৮ মে শুক্রবার বিকেল ২ টার দিকে ঘোনাপাড়া বায়তুল আমান জামে মসজিদের উত্তরপাশে প্রতিপক্ষ লোকজনের বসতবাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। জায়গা জমি নিয়ে পারিবারিকভাবে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে স্থানীয় রফিক আহমদের পুত্র আসহাব উদ্দীন প্রকাশ কালাইয়্যা (৩০) এবং রহমত আলীর পুত্র ইসলাম মিয়া (৪৫) এর নেতৃত্বে ১০/১২ জনের প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।


আহত মনিরুল ইসলাম জানান, তিনি শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় প্রতিপক্ষরা কোন কারণ ছাড়াই তার উপর হামলা করে। এসময় হাতুড়ি, লোহার রড ও গাছের লাটি দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে আহত করে। এর মধ্যে হাতের ও পিটের জখম মারাত্মক বলে জানান তিনি। এলাকাবাসী জানান, পরিবারিকভাবে মনিরুল ইসলামের পরিবারের সাথে আসহাব উদ্দীনের পরিবারের বিরোধ চলে আসছে। এনিয়ে বার বার সমাধানের উদ্যোগ নেয়া হলেও আসহাব উদ্দীনরা পারিবারিকভাবে জনবল সমৃদ্ধ ও শক্তিশালী হওয়ায় প্রায় সময় মনিরুল ইসলামদের পরিবারের উপর হামলা ও নির্যাতন চলিয়ে আসছিলেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুটি পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে আজ বিষয়টি সমাধানে শালিশী বৈঠকের কথা রয়েছে। বৈঠকে সমাধান না হলে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘাত সংঘর্ষসহ মামলা মোকাদ্দমার আশংকা করছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *