চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

রামু ইউএনও’র কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

প্রকাশ: ২০২০-০৫-১১ ১৪:১৩:২৯ || আপডেট: ২০২০-০৫-১১ ১৪:১৩:৩৪

কক্সবাজারের রামুতে করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী, ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা’র কাছে আশা রামু সদর ব্রাঞ্চের পক্ষ থেকে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১০মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী, ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা’র হাতে আশা রামু সদর ব্রাঞ্চের পক্ষ থেকে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, আশা রামু সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহাব উদ্দিন,এবিএম মোহাম্মদ সেলিম উল্লাহ,এলও মোঃ ইব্রাহিম, রামুর বিশিষ্ট সাংবাদিক খালেদ হোসেন টাপু প্রমুখ।

এদিকে আশা রামু সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহাব উদ্দিন জানান , সারাদেশে একযোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আশা(এনজিওর) পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসময় রামু উপজেলায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দুই’শত পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি করে লবন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *