চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

মদিনায় লোহাগাড়া উপজেলার আরেক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

প্রকাশ: ২০২০-০৫-১৪ ২২:০৪:২৮ || আপডেট: ২০২০-০৫-১৪ ২২:০৪:৩৩

মদিনা (সৌদিআরব) প্রতিনিধি|

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আর সেই প্রাণঘাতী করোনা যুদ্ধে অবশেষে মৃত্যুর কাছে হার মানলো দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিবাসী মৃত নজীর আহমদ এর বড় ছেলে সামশুল ইসলাম প্রকাশ কালু ড্রাইভার।

উল্লেখ্য মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন
ধরে সৌদি আরব মদিনা শরীফের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিবাসী মৃত নজীর আহমদ (শুইন্যা)এর বড় ছেলে সামশুল ইসলাম প্রকাশ কালু ড্রাইভার।
মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। শোকার্ত পরিবার পরিজনদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

১৪-মে সৌদি আরবে সর্বোচ্চ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০৩৯ জন, মোট আক্রান্ত হয়েছেন ৪৬,৮৬৯ জন, এদের মধ্যে বাংলাদেশি নারী-পুরুষ আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার জন,

সৌদিতে আজ মৃত্যুবরণ করেছেন ১০ জন, এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২৮৩ জন, এপর্যন্ত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ৭৮ জন,

আজ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,০৫১ জন, এখন পর্যন্ত ২৭,৫৩৫ জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *