চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

কোন মানুষ খাদ্য সংকটে থাকবে নাঃ রাউজানে ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশ: ২০২০-০৫-১৬ ১৬:৫০:৫১ || আপডেট: ২০২০-০৫-১৬ ১৬:৫০:৫৭

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান সদর ইউনিয়নে চার শত কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সামগ্রী) বিতরণী করা হয়েছে। ১৬ মে শনিবার রাউজান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগেরর সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহা আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আমিন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নাহিয়ান নাছির, সারজু মোহাম্মদ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, ইসহাক ইসলাম, মাসুদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদসহ আরো অনেকেই। প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন সরকারী ত্রাণ ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এক লাখের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। শুধু প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে প্রায় ৪২ হাজার পরিবারকে। আমরা আরো ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় সরকার আন্তরিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না। আপনাদের মনে রাখতে হবে আমেরিকার মতো শক্তিশালী দেশ আজ অসহায়। সেখানে এক লাখের উপর মানুষ মারা যাবে করোনা রোগে। ৮৬ হাজার ছাড়িয়েছে।

ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু তার বক্তব্যে বলেন, যোগ্য পিতার-যোগ্য সন্তান ‘ফারাজ করিম চৌধুরী’। নিত্য নতুন ভাবনায় অসাধারণ প্রতিভা রয়েছে তার। করোনা মোকাবেলায় শহরের সকল হাসপাতালেরর ডাক্তার ও অন্যান্য সেবাদানকারীদের প্রতিদিন সেহেরীর খাওয়া দেয়া হচ্ছে। রাউজানের মানুষের জন্য ত্রাণ তহবিল গঠন করে সব শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন। এমন গর্বিত সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর প্রজম্মের নতুন রাউজান। পরে চার শতাধিক কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ ফজলে করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *