চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশ: ২০২০-০৫-১৬ ১৬:৫৭:১১ || আপডেট: ২০২০-০৫-১৬ ১৬:৫৭:১৬



মিরসরাই প্রতিনিধি|
মিরসরাইয়ে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে মিরসরাই খাদ্য গুদাম চত্ত্বরে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবর্তি, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, এম সাইফুল্লাহ দিদার, সদস্য মোঃ আলী আহসান, আফছার হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার রৌশন জামাল সিদ্দীকি মাহী প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবতি জানান, খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ ২০১৯-২০ অর্থ বছরে এবার বোরো মৌসুমে মিরসরাই উপজেলার ৫১০ জন কৃষক থেকে ১৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা করে দেওয়া হবে। চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *