চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় সংঘটিত মারামারির ঘটনা সাম্প্রদায়িক সংঘাত নয়-ইউএনও

প্রকাশ: ২০২০-০৫-১৮ ১৬:৩৬:৪৬ || আপডেট: ২০২০-০৫-১৮ ১৬:৩৬:৫০


আনোয়ারা প্রতিনিধি|
সম্প্রতি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ এলাকায় সংঘটিত দু’পক্ষের মারামারির ঘটনা সাম্প্রদায়িক সংঘাত নয় বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন,এই ঘটনা বৈরাগ ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ভূমি বিরোধ নিয়ে স্থানীয় একটি হিন্দু পরিবারের মধ্যকার সংঘর্ষ। এ ঘটনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে রবিবার সকালে ইউএনও’র কার্যালয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। ওই বৈঠকে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,ভূমির দাবিদার সুসেন সিংহ,হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দু’পক্ষের দলিলাদি পর্যালোচনা ও দীর্ঘ শুনানির পর উভয়ের সম্মতিতে আগামী বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ভূমি পরিমাপ করে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে সিদ্ধান্তের আলোকে বিবৃতি দেন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা। বিবৃতিতে তারা বলেন,উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ এলাকায় সৃষ্ট ঘটনা কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয়। এই ঘটনা ভূমি বিরোধ নিয়ে দু’পক্ষের মারামারি। কিন্তু একটি কুচক্রিমহল এ ঘটনায় রঙ লাগিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তারা এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় সনাতনী ধর্মাবলম্বীদের এসব গুজবে কান না দিতে ও অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানান তারা। অন্যথায় যারা এ অপপ্রচারে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা হুঁসিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট হরিপদ চক্রবর্তী,সাধারণ সম্পাদক সাগর মিত্র,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনি সিংহ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু প্রমুখ।
উল্লেখ্য,গত শুক্রবার উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় ভূমি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *