চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মুক্তিযোদ্ধা ও ইমাম-মোয়াজ্জিম পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশ: ২০২০-০৫-১৯ ২১:৫১:০৭ || আপডেট: ২০২০-০৫-১৯ ২১:৫১:১২

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান উপজেলা প্রশাসনের উদ্যােগে মুক্তিযোদ্ধা ও ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার উপজেলা হল রোমে এই উপহার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ উপহার বিতরণী অনুষ্ঠানে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীের সভাপতি কাজী আবদুল ওয়াব, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমূখ। টেলিকমিউনিকেশনের মাধ্যমে দেয়া বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, করোনা এক অদৃশ্য শক্তি। যাকে চোখে দেখা যায় না। প্রানঘাতি এই করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। করোনা প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকে রাউজানে আমরা ত্রাণ বিতরণ শুরু করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রীর উপহার অব্যাহত রেখেছেন। সরকারী ত্রাণ তহবিল থেকে রাউজানে প্রায় ৪৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহার হিসাবে। এছাড়া আমরা রাউজানে সম্মিলিত ভাবে আরো ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। যারা অর্থ কষ্টে আছে এমন শ্রেণী পেশার মানুষকে ত্রাণ সহায়তায় অন্তরভূক্ত করেছি। রাউজানের কোন লোক না খেয়ে থাকবে না। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই শতাধিক মুক্তিযোদ্ধা, আলেম-মোয়াজ্জেমকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *