চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাই ও প্রবাসে অসহায়দের পাশে মিরসরাই সমিতি ওমান

প্রকাশ: ২০২০-০৫-২৪ ০০:৫২:২২ || আপডেট: ২০২০-০৫-২৪ ০০:৫২:২৬

মিরসরাই প্রতিনিধি|

করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মিরসরাই সমিতি ওমান। মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে এবং ওমানে বসবাসরত মিরসরাই এর প্রবাসীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে সমিতি জরুরী পদক্ষেপ হিসেবে মিরসরাই এবং প্রবাসী মিরসরাইবাসীর এই সংকটময় মুহুর্তে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছা। এরই ধারাবাহিতায় মিরসরাইয়ের মিঠানালা, রহমতাবাদ, জোরারগঞ্জ এবং বিভিন্ন এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মিরসরাই ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট ও বিভিন্ন স্থানে সমিতির নেতৃবৃন্দের ব্যক্তিগত তহবিল থেকে মিরসরাই প্রবাসীদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমিতির সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, করোনা নামক অচেনা শত্রুর থাবায় পুরো বিশ্ব এখন সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। আমরাও এর বাইরে নই। এই সময়টাতে সবচেয়ে কষ্টে রয়েছে প্রবাসীরা। মানসিক এবং আর্থিক দুই ধরনের সমস্যার সাথে মোকাবেলা করতে হচ্ছে তাঁদের। গত মাসে মিরসরাই ও জোরারগঞ্জ মিলে শতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছে। গত সপ্তাহে মাসকাট হামেরিয়াতে ৫০ জনকে ত্রাণ দেওয়া হয়েছে।
আমরা সব সময় মানুষের জন্য কাজ করি। এই সংকটকালীন সময়ে তাই ঘরে বসে থাকিনি। আমাদের সমিতির প্রতিটি সদস্য সম্মিলিতভাবে এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চভাবে মিরসরাইয়ের জন্য কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, গতানুগতিক প্রচার প্রচারনার বাইরে গিয়ে আমরা সত্যিকার সাহায্য করার চেষ্টা করে চলেছি। আমরা বিভিন্ন ধাপে সহযোগীতার হাত প্রসারিত রেখেছি। ব্যক্তিগতভাবে অন্য দশজনের মতো আমরাও ক্ষতিগ্রস্থ। তবুও আমাদের সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা সংকট উত্তোরণ পযন্ত অব্যাহত থাকবে।
মিরসরাই সমিতির সহ-সভাপতি শহিদ খান বলেন, মিরসরাই সমিতি ওমান বরাবরই মিরসরাইবাসীর জন্য কাজ করে থাকে। করোনাকালীন সময়ে আমরা সমিতির মাধ্যমে দেশে এবং প্রবাসে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছি।আমি নিজের তহবিল থেকেও ২০০ জন মানুষকে ত্রাণ দিয়েছি।
সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে প্রবাসীরা এবং নিন্ম আয়ের মানুষগুলো বেশী সমস্যার সমুক্ষীণ হয়। আমরা প্রতিনিয়ত প্রবাসে বসবাসরত মিরসরাইবাসীর কোন না কোন বড় সমস্যার সমাধান করতে হয়। বর্তমান সংকটকালীন এই সময়ে মিরসরাই সমিতি ওমান মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষদের সহায়তা করে যাচ্ছে। এছাড়া ওমানে বসবাসরত প্রবাসী মিরসরাইবাসীদেরও সর্বোচ্চ সহযোগীতা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *