চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালী থেকে চুরি হওয়া সিএনজি রামু থেকে উদ্ধার, ৪ চোর আটক

প্রকাশ: ২০২০-০৫-২৫ ২৩:১৬:১৯ || আপডেট: ২০২০-০৫-২৫ ২৩:১৬:২৫

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা থেকে গত ২০ মে রাতে চুরি হওয়া সিএনজি অটোরিকশা রামু থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) দুপুরে কক্সবাজার জেলার রামু থানার সহযোগিতায় রামুর থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বোয়ালখালীর খরণদ্বীপ এলাকার নুরুল আজিমের ছেলে মো. রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়ার আবদুস ছবুরের ছেলে আবদুল মালেক প্রকাশ রাকিব (২১), বিদগ্রামের গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী (২২) ও কক্সবাজার জেলার রামু থানার ভারুয়াখালীর আবু সৈয়দের পুত্র আবদুস শুক্কুর।

বোয়ালখালী থানার এসআই সুমন কুমার দে জানান, পৌরসভার পূর্ব গোমদন্ডী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে চুরি হওয়া সিএনজি অটো রিকশা উদ্ধারের সকল চেষ্টা বিফলে গেলে থানায় মামলা করেন সিএনজির মালিক সঞ্জিব ধর। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে গোপন সংবাদের ভিক্তিতে সিএনজিসহ ৪ চোরকে আটক করতে সক্ষম হই। এব্যপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, সিএনজি চুরির পর মালিক মামলা করলে আমরা সবদিকে খবর ছড়িয়ে দিই। এক পর্যায়ে গোপন সংবাদের ভিক্তিকে কক্সবাজারের রামু থেকে চোরদের সন্ধান পেয়ে কক্সবাজার জেলার রামু থানার সহযোগিতায় ৪ চোরকে আটকসহ সিএনজি অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হই। আটককৃতদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *