চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

কুয়েত থেকে আসা প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রাউজান পুলিশ

প্রকাশ: ২০২০-০৬-০৭ ০০:০৫:২৫ || আপডেট: ২০২০-০৬-০৭ ০০:০৫:২৯

প্রদীপ শীল, রাউজানঃ
বিশেষ ফ্লাইটে কুয়েত থেকে আসা এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। ৬জুন শনিবার সকালে কামাল উদ্দিন নামে এই প্রবাসী ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে করে কুয়েত থেকে দেশে আসে বলে পুলিশ জানিয়েছেন। জানা যায়, এই প্রবাসী ঢাকা থেকে বাস যোগে দুপুর ১টার দিকে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নিজ গ্রামের চৌধুরী বাড়ীতে আসে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ কামাল উদ্দিনের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। এসময় তার বাড়িতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ পেপার লাগিয়ে দেয়া হয়। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপস্থিত ছিলেন রাউজান থানার এস আই শাহাদাত হোসেন, স্থানীয় পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী। কুয়েত থেকে আসা প্রবাসী ঐ এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র। এই প্রসঙ্গে কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল জানান, করোনাভাইরাস প্রাদূর্ভাবে কুয়েত থেকে আসা প্রবাসী আমার ওয়ার্ডের। সেই বিদেশ থেকে একটি বিশেষ ফ্লাইটে করে দেশে এসেছে। তার আসার খবর পেয়ে পুলিশের সহযোগীতায় তার কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। তার পরিবারকে রাউজানের সাংসদের পক্ষ থেকে ১৪ দিনের খাদ্য সামগ্রী দেয়া হবে। এস আই শাহাদাত হোসেন জানান, কুয়েত থেকে আসা কামাল উদ্দিনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পাশাপাশি কিছুক্ষণ পর পর এলাচ, লং, দারুচিনি, আদা ও লেবু যুক্ত চা পান করার পরামর্শ দিয়েছি। পাশাপাশি ভিটামিন-সি যুক্ত ফল খাওয়া গ্রহণ করতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *