চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

ইয়াবা কারাবারে যুক্ত টেকনাফ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ: ২০২০-০৬-০৯ ১৮:৪৭:১১ || আপডেট: ২০২০-০৬-০৯ ১৮:৪৭:১৫

টেকনাফ প্রতিনিধি|

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান মিয়াকে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ৫৪৫ নম্বর স্মারকে জারি করা এক আদেশে শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ মডেল থানায় দায়েরকৃত ৯৩/২০১৯ এবং ৯৪/২০১৯ নম্বর মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান ও মামলার আসামি শাহাজান মিয়ার বিরুদ্ধে ওই অভিযোগপত্র গ্রহণ করেন। শাহাজান মিয়া অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমীচীন নয়।

তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা অনুযায়ী টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানপদ থেকে শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *