চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

কক্সবাজারে চার খাবার হোটেলে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০৬-১০ ২০:৩২:২৬ || আপডেট: ২০২০-০৬-১০ ২০:৩২:৩১

আব্দুর রহমান, কক্সবাজার|

কক্সবাজার পৌর শহরে রেড জোন এলাকায় নির্দেশনা অমান্য করেই খাবারের হোটেল খোলা রাখার দায়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) চারটি খাবার হোটেলকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের এই আর্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার।

এসিল্যান্ড শাহরিয়ার মুক্তার বলেন- জেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ, পৌরসভার জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবকসহ সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য রক্ষায়।

এক্ষেত্রে নাগরিকদের সর্বোত্তম সহযোগিতা আমাদের কাম্য। কিন্তু অনেকেই লুকোচুরি খেলে দোকান বা হোটেল খোলা রাখছে। এতে নিজের, দশের এবং দেশের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছেন।

এই রেড জোন বাস্তবায়নে বুধবার দুপুরে কক্সবাজার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় চারটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *