চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মৎস্যজীবীদের দু’দিনের প্রশিক্ষণ

প্রকাশ: ২০২০-০৬-১৩ ২২:৫৬:০৯ || আপডেট: ২০২০-০৬-১৩ ২২:৫৬:২১


আনোয়ারা প্রতিনিধি|আনোয়ারায় উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক মৎস্যজীবীদের দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ হয়। কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক আনোয়ারুল আমিন। প্রশিক্ষণে উপকূলীয় রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া,দক্ষিণ পরুয়াপাড়া,গলাকাটার ঘাট,ফকিরহাট,বার আউলিয়া ও বরুমচড়া ইউনিয়নের কানু মাঝির হাট এলাকার ১৫০ মৎস্যজীবী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *