চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

পূর্বাশার আলো’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ২০২০-০৬-২৫ ২২:১১:২১ || আপডেট: ২০২০-০৬-২৫ ২২:১১:৩০

বোয়ালখালী প্রতিনিধি: ‘আসুন গাছ লাগায় দেশকে সবুজে সাজায়’ এই শ্লোগানে আদর্শ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো চট্টগ্রাম দক্ষিণজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার গোমদন্ডী ফুতলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী জহুরুল ইসলাম জহুর। সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিক, সাবেক সভাপতি সংগঠন নোমান উল্লাহ বাহার, উপদেষ্টা মোহাম্মদ সোহেল, দক্ষিণজেলার সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার এর সহযোগীতায় এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনীতে প্রধান অতিথি জহুরুল ইসলাম জহুর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ পরিবেশকে সবুজ করে, বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা করে, ঔষধ দেয়, ফুল ও ফল দেয়, ছাঁয়া দেয়। এছাড়া বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো। তাই আসুন আমরা সকলেই অন্তত পাঁচটি করে গাছ লাগায়, পরিবেশকে সবুজ করি, দেশকে সবুজ করি।
এছাড়াও উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, খোরশেদ আলম, সোলায়মান, আবদুল গফুর, নাঈম, গফুর প্রমুখ। এছাড়াও বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও সংগঠনকে গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *