চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

হাটহাজারীতে চোলাই মদসহ আটক ১

প্রকাশ: ২০২০-০৬-২৯ ২০:২০:৪৩ || আপডেট: ২০২০-০৬-২৯ ২০:২০:৪৭

হাটহাজারী প্রতিনিধি|
চট্টগ্রামের হাটহাজারীতে ১০২ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মাসুম (৪০)।

উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুগীরহাট যুগীরহাট মসজিদ এলাকায় রবিবার (২৮ জুন) রাতে সিএনজিযোগে মদ পাচারের সময় তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মাসুম দক্ষিণ পাহাড়তলী খিল্লাপাড়া এলাকার মরহুম আনোয়ারের ছেলে।

হাটহাজারী থানার ওসি মাসুদ আলম জানান, রবিবার রাতে একটি সিএনজিযোগে বস্তা ভরে দেশীয় চোলাই মদ পাচার করার সময় স্থানীয় জনতা আটক করে। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল গিয়ে মাসুদকে আটক করা হয়। এ সময় সিএনজিতে থাকা ১০২ লিটার চোলাই মদ উদ্ধার করে। উদ্ধার মদগুলো চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছে বলেও ধারণা করা হয়। এছাড়াও ঘটনাস্থলে মদভর্তি একটি সিএনজি ও একটি মোটর সাইকেল থানা হেফাজতে নিয়ে আসা হয়।

তিনি বলেন, আটককৃত মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *