চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

নগরীতে ইয়াবাসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার

প্রকাশ: ২০২০-০৮-১৪ ২২:০৭:০৪ || আপডেট: ২০২০-০৮-১৪ ২২:০৭:১০

নগরীতে পৃথক তিনটি অভিযানে ইয়াবাসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নগরীর বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (১৪ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, বিআরটিসি মোড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার সকালে কালা উং চাকমা এবং বিজয় মালা চাকমা নামে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, দুপুরে খুলশী দামপাড়া জাকির হোসেন রোডে অপর এক অভিযানে নুর হোসেন বাদশা নামে আরেক রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ সৈয়দ হোসেন নামে আরেক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
মো. রাশেদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে। তারা টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *