চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে আ’লীগ প্রার্থী এমএ কাশেম

প্রকাশ: ২০২০-০৯-২৪ ২৩:৩৫:৩১ || আপডেট: ২০২০-০৯-২৪ ২৩:৩৫:৩৮



মিরসরাই প্রতিনিধি|
মিরসরাইয়ে ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী এমএ কাশেম। গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে চেয়ারম্যান মো. খায়রুল আলমের মৃত্যুতে গত ২৬ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূণ ঘোষণা করা হয়। এমএ কাশেম প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়ীত্ব পালন করছেন।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, মিঠানালা ইউনিয়নের উপ নির্বাচনে শুধু মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকলে আগামী ৪ অক্টোবর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৫৬০জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৪৫৭ জন, এবং মহিলা ভোটার সংখ্যা ১০১০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *