চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

ভালবাসা দিবসে জনগণের ভালবাসায় সিক্ত ইসলাম বেবী

প্রকাশ: ২০২১-০২-১৪ ২০:৫২:২৯ || আপডেট: ২০২১-০২-১৪ ২০:৫২:৩৬

ফারুক খান তুহিন, বান্দরবান থেকে ফিরে :

১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন্স ডে। সচরাচর এটি ভালবাসা দিবস নামে পরিচিত। এ ভালবাসা দিবসে জনগণের ভালবাসায় সিক্ত হয়েছেন বান্দরবানের আওয়ামীলীগ নেতা ইসলাম বেবী। আজ অনুষ্ঠিত বান্দরবান পৌরসভা নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে বান্দরবান পৌরসভাধীন ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রশাসন ও আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ অবস্থানের কারনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪ হাজার ৫৩৩ ভোট।

অন্যদিকে, নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২ হাজার ১৪৭ ভোট, বিধান লালা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙল প্রতীক নিয়ে ১৩২ ভোট পেয়েছেন ।

বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, বান্দরবান পৌরসভার এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *