চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৩:০৫:০৫ || আপডেট: ২০২১-০৩-২৫ ১৩:০৫:১১

বীর কণ্ঠ ডেস্ক|
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের দেহে। এদের মধ্যে ১৭৪ জন নগরীর ও ৩৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গতকাল বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৪ জন। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৯৬৩ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

এছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও শেভরণে কোনো নমুনা পরীক্ষা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *