চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা

প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৩:২৯:৪৮ || আপডেট: ২০২১-০৩-৩০ ১৩:২৯:৫৪

মো. নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি| চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজী বাড়ির এলাকায় আগুনে পুড়ে ৬টি পরিবারের রান্নাঘরসহ প্রায় ১৭টি ঘর ছাঁই হয়ে যাওয়া ছয়টি পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছেন চামুদরিয়া ইউনাইটেড ইনসটিটিউট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য, ক্লিয়ারটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং জে. কে. শার্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী।

গত সোমবার বিকালে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী এর ব্যক্তিগত অর্থ থেকে প্রত্যেক পরিবারকে ১০০ কেজি চাল ও নগদ ৫ হাজার টাকা দিয়েছেন ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন, বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক
ফরিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, আ. লীগ নেতা শায়েস্তা খা, ইউপি সদস্য জামাল, যুবলীগ নেতা জাবেদ হোসেন চৌধুরী টিপু, চট্টগ্রাম সমিতি-চট্টগ্রামের কার্যকরি কমিটির সদস্য সাইফুদ্দীন প্রমুখ।

আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী
ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপদকালীন পুনর্বাসনসহ নানামুখী সহায়তার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ২৮ মার্চ (রবিবার) ১টার সময়ে উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজী বাড়ির এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬টি পরিবারের রান্নাঘরসহ প্রায় ১৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *