admin
প্রকাশ: ২০২১-০৭-২৭ ১৮:৪১:২৩ || আপডেট: ২০২১-০৭-২৭ ১৮:৪১:২৯
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি|
জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতস্বরূপ জেলা পর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক ২০২০-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে এই পদক গ্রহণ করেন নবাগত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
জানা গেছে, ‘আমার জেলা আমার শহর স্লোগান’ বাস্তবায়নে হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের অবহেলিত জনপদের মনাই ত্রিপুরা পাড়াকে তৎকালীন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের হাত ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মডেল এলাকায় রূপ দেওয়ায় সাধারণ ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিকভাবে এই পদক পায় হাটহাজারী উপজেলা প্রশাসন।
এই বিষয়ে হাটহাজারীর উপজেলার সাবেক ইউএনও রুহুল আমিন বলেন, এই অর্জন হাটহাজারীবাসীর। জেলা প্রশাসক স্যার ও আমার সিনিয়রগণসহ সকল অফিস সহকর্মীদের সহায়তা এবং হাটহাজারীর জনসাধারণের ভালোবাসায় এই কাজগুলো করা সম্ভব হয়েছে।