চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin

এবার কোরবানি ঈদে সড়কে প্রাণ হারালো ২০৭ জন

প্রকাশ: ২০২১-০৭-২৭ ১১:২০:৪৫ || আপডেট: ২০২১-০৭-২৭ ১১:২০:৫০

বীরকণ্ঠ ডেস্ক|
কোরবানি ঈদুল আযহা’র ১৪ জুলাই থেকে ২৪ জুলাই এর আগে ও পরে মাত্র এগারো দিনে সারাদেশের বিভিন্ন স্থানে এবার ২০৭ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৮৯ জন। প্রতিদিন গড়ে হিসেবে নিহত হয়েছে ১৮ দশমিক ৮১ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মস্বক্ষম মানুষ নিহত হয়েছেন ১৬৯ জন, অর্থাৎ ৮১ দশমিক ৬৪ শতাংশ। সোমবার (২৬ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদন প্রকাশ করেছে। যা দেশের ৭ টি জাতীয় দৈনিক, ৫ টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন করেছেন তারা।

এদিকে গেল ২০২০ সালের ঈদুল আযহা’তে আগে-পরে ১৪ দিনে ১৮৭টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৬ দশমিক ৩৫ জন। দুর্ঘটনার প্রতিবেদনে বলে হয়েছে, ঈদে ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৮৭ জন, যা মোট নিহতের ৪২ দশমিক ০২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৮ দশমিক ১০ শতাংশ। দুর্ঘটনায় ৪৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৩টি দুর্ঘটনায় নিহত ৪৮ জন।

সবচেয়ে কম সিলেট বিভাগে। রংপুর জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৫ টি দুর্ঘটনায় ১৫ জন নিহত। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। একটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে- করোনার অতিমারীতে মানুষের যাতায়াত অনেকটা নিয়ন্ত্রিত। তারপরেও দুর্ঘটনার এই হার উদ্বেগজনক। অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অ-ব্যবস্থাপনার কারণে। এই পরিস্থিতিতে সড়ক পরিবহন আইনের বাধাহীন বাস্তবায়ন অতীব জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *