চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

নতুন ঘরে নতুন অতিথি

প্রকাশ: ২০২১-০৭-২৮ ১৯:২৫:১৬ || আপডেট: ২০২১-০৭-২৮ ১৯:২৫:২২

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
ফাতেমা বেগম। ভিটে বাড়ীহীন এক নারী। দিনমজুর স্বামী সাজ্জাদুর রহমানের আয়ে সংসার চলে না তার। তাই ফাতেমা বেগমও বাড়ী বাড়ী ঝি’এর কাজ করে সংসারের হাল ধরেছেন।

ফাতেমা বেগম শুনেছেন প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের বাড়ী দিচ্ছেন। ৪ বছর বয়সী কন্যাকে নিয়ে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর কাছে। ইউএনও গোপনীয় তদন্তে ফাতেমা বেগমের অসহায়ত্ব খোঁজে পান। আশ্রয়ন প্রকল্পে ফাতেমা বেগমের নাম তালিকাভূক্ত করেন।

গত এক’ মাস আগে উপজেলার পুটিবিলা তাঁতী পাড়া আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নের ঠিকানায় ওঠেন ফাতেমা বেগম। ১৯ জুলাই সে ঘরে পুত্র সন্তানের মা হন ফাতেমা বেগম। নতুন ঘরে নতুন অতিথি পেয়ে মহাখুশি ফাতেমা বেগম ও সাজ্জাদ দম্পতি। আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারাও আনন্দে আত্মহারা। আনন্দের ধুম পড়ে যায় ওই এলাকায়।

এমন আনন্দের খবর পেয়ে (২৬ জুলাই দুপুর দেড়টায়) ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু। নবজাতক শিশুর জন্য নতুন জামা নিয়ে যান। নবজাতক শিশুকে কোলে নিয়ে আশ্রয়ন প্রকল্পবাসিন্দাদের মিষ্টি খাওয়ান ইউএনও। এ সময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য স্বপ্ন আশ্রয়ণ প্রকল্প। নতুন ঘরে নতুন অতিথির আগমনের খবর শুনে দেখতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *