চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

সাতকানিয়ায় অবৈধ ২৪ দোকান উচ্ছেদ | বীর কণ্ঠ

প্রকাশ: ২০২২-০৫-৩১ ২২:১৩:৪৫ || আপডেট: ২০২২-০৫-৩১ ২২:১৩:৫০

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি|

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসদরের দীঘিরপাড়ে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া পৌরসদরের দীঘিরপাড়ে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে দখলকৃত প্রায় ৬ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা পরিষদের সার্ভেয়ারসহ জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *