চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

admin

রাউজানে দুই অটোরিক্সার সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১৬:৪৪:৩৮ || আপডেট: ২০২৩-০৪-১৫ ১৬:৪৪:৪৩

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত দুই অটোরিক্সার সংঘর্ষে আশহাদুল আলম সজীব (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবক রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝিপাড়া হাজী কোরবান আলী তালুকদারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি উপজেলা সদরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টায় কাজে যাওয়ার সময় হাজীপাড়া এলাকায় দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সজীব। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দিবাগত রাত ১টায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন হিরু ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *