চট্টগ্রাম, , সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

admin

রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ২, আহত ১ | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ২১:০১:০৭ || আপডেট: ২০২৩-০৪-১৫ ২১:০১:১৩

রাঙামাটি প্রতিনিধি|
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি উল্টে ২ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহম্মদ দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন- সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের ডুলুপুর গ্রামের মিনহাজুল করিম (২০) ও হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদ এলাকার নাঈম (২৩)। গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মো. ইউনুস আলীর ছেলে শাহিন (২২)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *