চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় ৬০ শতক খাস জমি উদ্ধার, মূল্য ৯০ লক্ষ টাকা |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-১০-১৭ ২১:০৪:৩৪ || আপডেট: ২০২৩-১০-১৭ ২১:০৪:৩৯

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে দখল হওয়া ৬০ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল পৃথক দুটি অভিযানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গৌড়স্থান গজারিয়া দিঘীর পূর্ব এলাকায় খাস জায়গায় অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মাণ করে একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে উপজেলা প্রশাসন স্কেভেটর দিয়ে পাকা দালান ঘর ভেঙে দিয়ে উদ্বার করে ওই জমি। প্রায় ৪০ শতক খাস জমি উদ্ধার করেন। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা।

অন্যদিকে, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গৌড়স্থান সিকদার পাড়া এলাকায় ২০ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দখলদারদের তৈরী করা টিনের ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায়।

এছাড়া তফশিলভূক্ত জমিতে পরবর্তীতে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।  

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, অভিযানে ৬০ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা। সরকারি স্বার্থ রক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *