admin
প্রকাশ: ২০২৪-০৭-০১ ২২:২০:১৬ || আপডেট: ২০২৪-০৭-০১ ২২:২০:১৭
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর দরবেশ হাট ডিসি সড়কের মূখে পানের দোকানের আড়ালে ইয়াবা ব্যাবসা করেন হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবক।
১ জুলাই সোমবার বিকেল ৫ টার দিকে ওই যুবককে চট্টগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করেন। এ সময় তার পানের দোকানে লুকিয়ে রাখা ১ শত ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক হেলাল উদ্দিন উপজেলা সদরের খাঁন মুহাম্মদ সিকদার ঘাটার মজিদার পাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আজাদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
এএসআই আজাদ উদ্দিন বলেন, হেলাল উদ্দিন পানের দোকানের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাকে ১ শত ৭০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।