admin
প্রকাশ: ২০২৪-০৯-০৩ ১৩:৪৫:০৯ || আপডেট: ২০২৪-০৯-০৩ ১৩:৪৫:১১
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে গভীর রাতে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
১ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলার সদর বরকত আলী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নূরুল হকের স্ত্রী রেশমা সোলতানা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার নুরুল ইসলামের পুত্র ইয়াছিন ও মাহিন ১৫/২০ জনের দল নিয়ে দা, চুরি ও হাতুড়ি নিয়ে ৯ শতক জমির উপর নির্মিত বাউন্ডারি ওয়াল ভাংচুর করে। ক্ষতিগ্রস্তের অনুপস্থিতির সুযোগে এমন ঘটনা ঘটায় বলে জানান রেশমা সোলতানা। তিনি আরও বলেন, প্রতিপক্ষের সাথে লোহাগাড়া সহকারী জজ আদালত, সাতকানিয়া চৌকিতে মামলা চলমান রয়েছে। যার মামলা নং ৯৯০/২১। তারপরও আমাদের ভোগ দখলীয় জায়গায় অবৈধভাবে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দিয়ে আনুমানিক ৮ লক্ষ টাকা ক্ষতি করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ কিংবা মামলা করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের গুম ও হত্যা করার হুমকী দেয়। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।
অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।