admin
প্রকাশ: ২০২৪-১০-২৯ ১৮:৫১:৪৬ || আপডেট: ২০২৪-১০-২৯ ১৮:৫১:৪৮
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
“Safety for Everyone” স্লোগান নিয়ে নিরাপদ রাইডিং নিশ্চিত করার লক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় “হোন্ডা সেফটি রাইডিং ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বটতলী মোটর স্টেশনস্থ সিটিজেন পার্ক চত্বরে এ ট্রেনিং হয়। সারিত হোন্ডা লোহাগাড়ার উদ্যোগে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্ধ শতাধিক বাইকার এ ট্রেনিং অংশ নেন।
ট্রেনিং পরিচালনা করেন হোন্ডা মোটরস জাপান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনার টিম।
প্রশিক্ষণ শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারিত হোন্ডা লোহাগাড়া শাখার স্বত্বাধিকারি মো: শাহাব উদ্দিন, মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সড়ক দূর্ঘটনা থেকে ব্যক্তিগত সুরক্ষা ও সড়কে রাইডিং সংক্রান্ত শৃংখলা আনয়নে এ প্রশিক্ষন সকল বাইক রাইডারদের একান্ত জরুরী বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত বাইকাররা।
হোন্ডা ব্র্যান্ডের লোহাগাড়া শো-রুমের স্বত্বাধিকারী মো: শাহাব উদ্দিন বলেন, আমরা অনেকে ভালো গাড়ি কিনি, তেল, মবিলও কিনি৷ কিন্তু কতটুকু নিরাপদে বাড়ি ফিরতে পারবো সেটা ভাবিনা। বাইক চালকরা যেন নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারে সেই উদ্দেশ্যে হোন্ডা কোম্পানির পক্ষ থেকে এই আয়োজন।